পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতকে সরাসরি কড়া বার্তা দিয়েছেন। ফ্লোরিডায় পাকিস্তান-আমেরিকান কমিউনিটির এক অনুষ্ঠানে তিনি সতর্ক করেন, পাকিস্তান অস্তিত্বের হুমকিতে পড়লে ভয়াবহ পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে, যা বিশ্বের অর্ধেককে ধ্বংস করে দেবে।
পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম দ্য ডন এবং ভারতের দ্য প্রিন্ট এর প্রতিবেদনে বলা হয়, রোববার (১০ আগস্ট) অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আসিম মুনির বিশেষভাবে সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি ইস্যুতে ভারতকে হুঁশিয়ার করেন। তিনি বলেন, ভারতের কোনো বাঁধ নির্মাণ পাকিস্তান মেনে নেবে না। “যদি তারা বাঁধ তৈরি করে, আমরা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করব। সিন্ধু নদীর পানি ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের অভাব নেই,”—যোগ করেন তিনি।
সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার জন্য ভারতকে দায়ী করে মুনির বলেন, এর ফলে পাকিস্তানের ২৫ কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। তার ভাষায়, “যদি পাকিস্তান ধ্বংসের পথে যায়, আমরা আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধ্বংসে নিয়ে যাব। আমরা পারমাণবিক শক্তিধর দেশ।”
প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানকে অভিযুক্ত করে এবং ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়। এরপর ৬ মে দিবাগত রাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাক-অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালায়। জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ শুরু করে। কয়েকদিনের সংঘর্ষে উভয়পক্ষ ড্রোন, যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করে। শেষ পর্যন্ত ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
একুশে সংবাদ/আ.ট/এ.জে