রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে রিখটার স্কেলে ৮ দশমিক ৭ মাত্রার একটি প্রবল ভূমিকম্প আঘাত হেনেছে। ভূকম্পনের প্রভাব এতটাই তীব্র ছিল যে জাপান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানসহ বিভিন্ন দেশ সুনামি সতর্কতা জারি করেছে। এটিকে সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে অঞ্চলটিতে অন্যতম ভয়াবহ ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।
আল জাজিরার বরাতে জানা গেছে, ভূমিকম্পটি বুধবার (৩০ জুলাই) ভোরে রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে আঘাত হানে। এতে সমুদ্রতলে প্রায় চার মিটার উচ্চতার ঢেউ তৈরি হয়, যা সুনামির আশঙ্কা বাড়িয়ে তোলে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলে তিন মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাইওয়ানও তাদের উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় কিছু এলাকাতেও বিপদজনক ঢেউয়ের সম্ভাবনা উল্লেখ করে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাশিয়ার কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোডভ এক ভিডিও বার্তায় বলেন, “এটি আমাদের অঞ্চলে বহু বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি।” তিনি স্থানীয়দের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, মূল ভূমিকম্পটির কেন্দ্র ছিল কামচাটকার পেট্রোপাভলোভস্ক শহরের পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে। এর কিছু সময় পর একই অঞ্চলে আরও দুটি কম্পন অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৬.৯ এবং ৬.৩।
ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি গবেষক রবার্ট ওয়েইস বলেন, “এ ধরনের উচ্চমাত্রার ভূমিকম্পের পর সুনামি আশঙ্কাজনকভাবে ঘন ঘন হয়ে থাকে। এটি গভীরভাবে পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।”
জাপানের হোক্কাইডো অঞ্চলের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার পর উত্তর উপকূলে তিন মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে, যা ধীরে ধীরে দক্ষিণের দিকে অগ্রসর হবে।
স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উপকূলীয় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে