ফরিদপুরের সদরপুরে উপজেলা বিএনপির কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদি কর্মীদের দিয়ে একতরফা কমিটি পুনঃ বহাল করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির একাংশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে দলীয় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. বাবুল মুন্সি, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল বাবু মোল্লা, সাবেক বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রাশেদ, সাবেক কৃষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাদেক মোল্লা, চর নাছিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুন মোল্লা, ঢেউখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাকিম বাছাড় ও অন্যরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলীয় দুঃসময়ে যারা পাশে ছিল, আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত হয়েছে—তাদের উপেক্ষা করে যারা হাইব্রিড ও সুবিধাবাদী হিসেবে পরিচিত, তাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। দলটির কাছে আমারা এ একতরফা কমিটির বাতিল চেয়ে নতুন কমিটি আহ্বান করছি।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে