যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
রোববার (৬ জুলাই) সিএনএনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে কের শহরে ৪৩ জন, ট্র্যাভিস শহরে ৪ জন এবং বার্নেট শহরে ৩ জন রয়েছেন। এখন পর্যন্ত অন্তত ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে।
শহরগুলোর স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিখোঁজদের খুঁজে পেতে হেলিকপ্টার, ড্রোন ও নৌকা ব্যবহার করে ব্যাপক উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, নিখোঁজদের সন্ধানে সবধরনের সহায়তা দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি ধীরে ধীরে প্রবল বর্ষণে রূপ নেয়, যার ফলে অনেক এলাকা পানির নিচে তলিয়ে যায়।
একুশে সংবাদ/আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

