AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের হায়দরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৭


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:২৬ পিএম, ১৮ মে, ২০২৫

ভারতের হায়দরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৭

ভারতের হায়দরাবাদে ঐতিহাসিক চারমিনার সংলগ্ন গুলজার হাউস এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে সাত বছরের একটি শিশু ও একাধিক নারী রয়েছেন। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

রবিবার (১৮ মে) ভোর সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্দেহ করা হচ্ছে, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে। হতাহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি দুঃখ প্রকাশ করে বলেন, “আমি কাউকে দোষারোপ করছি না, তবে আমাদের দমকল, পৌরসভা ও বিদ্যুৎ বিভাগকে আরও দক্ষ করতে হবে। দমকল কর্মীদের কাছে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব ছিল বলে শুনেছি, ভবিষ্যতের জন্য উন্নত প্রযুক্তি প্রয়োজন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিও গভীর শোক প্রকাশ করে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

গুলজার হাউস এলাকার দোকান ও বাসস্থানগুলো ঘনবসতিপূর্ণ এবং পুরনো, যেখানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কার্যত নেই বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কংগ্রেস নেতা এম অনিল কুমার যাদব ঘটনাটিকে “অত্যন্ত দুঃখজনক” আখ্যা দিয়ে বলেন, “উদ্ধার কাজ এখনো চলছে, এবং প্রশাসন সাধ্যমতো চেষ্টা করছে।”

স্থানীয় ব্যবসায়ী ও নাগরিকরা অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এন.ট/এ.জে

Link copied!