AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১১৫, আহত দুই শতাধিক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৪ এএম, ১৭ মে, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১১৫, আহত দুই শতাধিক

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) লাগাতার বিমান হামলায় গাজা উপত্যকায় একদিনে প্রাণ হারিয়েছেন ১১৫ জন ফিলিস্তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় চালানো অভিযানে আহত হয়েছেন আরও অন্তত ২১৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, আসল হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ এখনও চাপা পড়ে রয়েছেন। উদ্ধার কাজ চলছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করে, তা দেড় বছরের বেশি সময় ধরে চলছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৫৩ হাজার ১১৯ জন, আহত হয়েছেন ১ লাখ ২০ হাজার ২১৪ জন। তাদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

গাজায় চলমান দ্বিতীয় দফার অভিযানে, যা গত ১৮ মার্চ থেকে শুরু হয়েছে, তাতেই প্রাণ গেছে প্রায় ২ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনির, আহত হয়েছেন ৮ হাজার ১৭৩ জন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে। সেই জিম্মিদের মধ্যে এখনো ৩৫ জন জীবিত বলে ধারণা করছে আইডিএফ।

যদিও যুদ্ধবিরতির জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল একাধিকবার আহ্বান জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হামাস নির্মূল ও জিম্মি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ হবে না।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Shwapno
Link copied!