AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় ইসরায়েলি হামলায় ক্যাফে, স্কুল ও ত্রাণকেন্দ্রে নিহত ৯৫


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪১ এএম, ১ জুলাই, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় ক্যাফে, স্কুল ও ত্রাণকেন্দ্রে নিহত ৯৫

গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার শিকার হয়েছে একটি ক্যাফে, একটি স্কুল এবং একটি ত্রাণ বিতরণকেন্দ্র। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, গাজার উত্তরের উপকূলীয় এলাকায় আল-বাকা নামের একটি ক্যাফেতে হামলায় প্রাণ হারিয়েছেন ৩৯ জন। ওই সময় সেখানে নারী ও শিশুসহ অনেকেই এক ব্যক্তির জন্মদিন উপলক্ষে একত্রিত হয়েছিলেন। নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাবও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই হঠাৎই বোমাবর্ষণ করা হয়।

একজন প্রত্যক্ষদর্শী ইয়াহিয়া শরিফ বলেন, “এখানে কোনো সামরিক তৎপরতা ছিল না। শিশুদের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। হামলার পর ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়।”

এছাড়া গাজা শহরের ইয়াফা স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষের ওপরও আঘাত হানা হয়। হামাদা আবু জারাদে নামে একজন বলেন, “মাত্র পাঁচ মিনিট আগে আমাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা কোথায় যাবো তাও জানি না। দীর্ঘদিন ধরে কোনো সহায়তা পাচ্ছি না।”

মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আল-আকসা শহীদ হাসপাতালের আশপাশে চালানো আরেক হামলায় বহু মানুষ আহত হন। হামলার সময় হাসপাতালটিতে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছিল। ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অনেকে দৌঁড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেন।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম জানান, এই হাসপাতাল আগে থেকেই একাধিকবার হামলার শিকার হয়েছে। তার ভাষ্য, “এর ফলে গাজার ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থায় আরও বড় আঘাত এসেছে।”

এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বিতর্কিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় অন্তত ১৫ জন নিহত ও ৫০ জন আহত হন। এ সময় তারা খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে সংস্থাটি ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে নিয়মিত হামলায় প্রাণহানি ঘটছে। এখন পর্যন্ত জিএইচএফ-এর কেন্দ্রগুলোর আশপাশে হামলায় অন্তত ৬০০ জন নিহত এবং ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি সেনাদের নিরস্ত্র ত্রাণপ্রার্থীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেনা বলেন, কখনো কখনো হুমকি ছাড়াও অতিরিক্ত শক্তি প্রয়োগের নির্দেশ আসে।

গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, আল-আকসা শহীদ হাসপাতালের অভ্যন্তরে আশ্রয়প্রার্থীদের জন্য স্থাপিত একটি তাঁবুতেও বোমা ফেলা হয়েছে। এতে রোগী ও শরণার্থীরা সরাসরি প্রাণহানির ঝুঁকিতে পড়েছেন, যা পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্যখাতকে লক্ষ্য করে পরিচালিত আক্রমণের অংশ বলে দাবি করা হয়।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!