AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯:৪৪ পিএম, ১ জুলাই, ২০২৫

জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সে জন্য জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক শহীদ পরিবারের সম্মানে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানটির ভার্চুয়াল উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

খালেদা জিয়া বলেন, “ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনের মধ্য দিয়ে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই আত্মত্যাগ যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছরে জনগণের মতের তোয়াক্কা না করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছে শাসকগোষ্ঠী। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে এখন নতুন বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে।”

গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের তালিকা প্রণয়ন, বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “দেশে কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক নিরাপত্তা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে শুরু হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন শেষে গণঅভ্যুত্থান-ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!