বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ২০২৪ সালের গণ-আন্দোলনে শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নামকরণ করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “যেমন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের ইতিহাস জাতি ভুলেনি, ঠিক তেমনি ২০২৪ সালের স্বেচ্ছা আত্মত্যাগের ঘটনাও দেশের মানুষ হৃদয়ে ধারণ করবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের নাম স্মরণে রেখে স্থাপনা ও সড়কের নামকরণ করতে চাই।”
তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই বীরদের সম্মান জানিয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের নাম সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করবে।”
এ সময় শহীদদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির ভবিষ্যতের পথ নির্ধারণে সবার প্রতি ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
একুশে সংবাদ/আ.ট/এ.জে