জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজারে অবৈধভাবে দোকান দখলের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২ জুন) সকালে লিখিত অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক হন—জোনাইল পূজা ঘাটি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে সোহাগ মিয়া, মৃত সামাদের ছেলে মো. হেলাল উদ্দিন এবং মোসলেমাবাদ এলাকার মৃত হায়দার আলীর ছেলে মো. শফিকুল ইসলাম।
আটককৃতদের জোনাইল বাজার থেকে আটক করে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, “আটকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
একুশে সংবাদ / জা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

