পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বৃহস্পতিবার জাতীয় সংসদে দাবি করেন, নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি বাহিনী এমন এক অভিযান চালিয়েছে যার ফলে ৪০–৫০ জন ভারতীয় সৈন্য প্রাণ হারিয়েছে। এ সংবাদ আল-জাজিরা ও দ্য ডন থেকে উল্লেখ করা হয়। ভারত এ দাবির বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান বা স্বীকার করেনি।
শুক্রবারের সংঘাতের এই পর্যায়ে উত্তেজনা প্রথম শুরু হয়েছিল ২২ এপ্রিলের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায়। তারপর ৬ মে রাতে ভারত ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে আজাদ কাশ্মীরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যেখানে দিল্লি কমপক্ষে শতাধিক নিহতের দাবি করে।
জবাবে পাকিস্তান সীমান্ত বরাবর ব্যাপক গুলিবর্ষণ করে ১৬ জন ভারতীয় নাগরিক নিহতের খবর নিশ্চিত করে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘোষণা দিয়েছেন, “নিহত প্রতিটি প্রাণের প্রতিশোধ নেওয়া হবে।”
ভুটান বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ভারতের সঙ্গে এই পরম পারস্পরিক পাল্টাপাল্টি হামলা এলে উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং দক্ষিণ এশিয়া গভীর সংকটে জর্জরিত হতে পারে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :