যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে হোয়াইট হাউসের আকাশে প্রদক্ষিণ করল সেই বি-২ বোমারু বিমান, যেটি সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিক্ষেপ করেছিল। শুক্রবার (৪ জুলাই) হোয়াইট হাউসে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে বিমানটি ‘স্যালুট’ দেয়।
হোয়াইট হাউসের দক্ষিণ লনে আয়োজিত স্বাধীনতা দিবসের সেই আয়োজনে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পাশে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের বারান্দা থেকে বিমান মহড়া উপভোগ করেন। আকাশে চক্কর দেয় দুটি বি-২ বোম্বার, যাদের পাশে গর্জন তোলে অত্যাধুনিক এফ-৩৫ ও এফ-২২ যুদ্ধবিমান।
অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালানো যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সেই পাইলটদের, যারা ‘সুনির্দিষ্ট ও নিখুঁতভাবে’ অভিযান পরিচালনা করেছিলেন। ট্রাম্পের ভাষায়, “এই সাহসী পাইলটদের প্রতিভা ও নিষ্ঠা ছাড়া আজকের যুদ্ধবিরতি সম্ভব হতো না।”
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন,
“একটি নির্দিষ্ট ও অত্যন্ত বিদ্রূপাত্মক উপায়ে সন্ধ্যার শেষ দিকে দেওয়া সেই নিখুঁত আঘাত সব পক্ষকে বৈঠকে বসতে বাধ্য করে। এরপরই চূড়ান্ত হয় চুক্তি।”
তিনি আরও বলেন, “আমাদের বি-২ বোমারু বিমান ও অভিযানে যুক্ত সেনাদের ব্যতিক্রমী দক্ষতা ছাড়া আজকের কূটনৈতিক সমঝোতা সম্ভব ছিল না।”
অনুষ্ঠানে হোয়াইট হাউসের দক্ষিণ লনে সামরিক পরিবারের সদস্যদের জন্য বিশেষ পিকনিকের আয়োজন করা হয়। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটান আমন্ত্রিত সেনাসদস্যরা।
সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ওঠে। একাধিক গোপন স্থাপনায় বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র, যার নেতৃত্বে ছিল বি-২ বোমারু বিমান। ইরান-ইসরায়েল টানাপড়েনের মাঝে এই হামলাকে ‘সিদ্ধান্তমূলক বার্তা’ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র: এনডিটিভি
একুশে সংবাদ////র.ন