AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও মার্কিন সেনা ঘাঁটির কাছে ড্রোন হামলা, ভূপাতিত করল কুর্দি বাহিনী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:০৬ পিএম, ৪ জুলাই, ২০২৫

আবারও মার্কিন সেনা ঘাঁটির কাছে ড্রোন হামলা, ভূপাতিত করল কুর্দি বাহিনী

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের আরবিল বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের আবাসস্থলের দিকে ছোড়া একটি বিস্ফোরকবাহী ড্রোন ভূপাতিত করেছে কুর্দি নিরাপত্তা বাহিনী। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


বৃহস্পতিবার (৩ জুলাই) স্থানীয় সময় রাত ৯টা ৫৮ মিনিটে ড্রোনটি বিমানবন্দরের কাছাকাছি আসার পরই ভূপাতিত করা হয় বলে জানায় কুর্দি নিরাপত্তা বাহিনী। আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরটি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জিহাদবিরোধী আন্তর্জাতিক জোটের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির কাছেই অবস্থিত।


এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, “আরবিল বিমানঘাঁটির বাইরে একটি ইউএভি বিস্ফোরণ ঘটিয়েছে বলে আমরা অবগত। ঘটনার তদন্ত চলছে। ঘাঁটি বা যুক্তরাষ্ট্রের কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি এবং সব মার্কিন সদস্য নিরাপদে রয়েছেন।”


বিমানবন্দরের অন্তর্বর্তীকালীন পরিচালক ডানা তোফিক জানান, ড্রোন হামলার কারণে নিরাপত্তাজনিত কারণে শুধু একটি ফ্লাইট সামান্য বিলম্বিত হয়েছে। তবে বর্তমানে বিমানবন্দরটি পুরোপুরি নিরাপদ রয়েছে।


এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র বিরোধের প্রেক্ষাপটে এই আক্রমণ বেড়েছে বলে মনে করা হচ্ছে।


ইরাকে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে বিতর্কের মধ্যে এই হামলাটি নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতা ও প্রভাব বিস্তারকে ঘিরেই এসব হামলার মাত্রা বাড়ছে।


উল্লেখ্য, এর আগেও আরবিল বিমানবন্দর ও আশপাশের মার্কিন ঘাঁটিগুলোতে একাধিকবার রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যদিও সেগুলোর বেশিরভাগই খোলা জায়গায় আঘাত হানে এবং হামলাকারীরা বেশিরভাগ সময়েই অজ্ঞাত থেকে যায়।


একুশে সংবাদ//ঢা.প//র.ন

Link copied!