AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিকৃবিতে ভেটেরিনারি অনুষদের ফুটবল প্রতিযোগিতা শুরু


Ekushey Sangbad
সিকৃবি প্রতিনিধি
০৮:৫৭ পিএম, ৫ জুলাই, ২০২৫

সিকৃবিতে ভেটেরিনারি অনুষদের ফুটবল প্রতিযোগিতা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শুরু হয়েছে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের "আন্ত: লেভেল ফুটবল প্রতিযোগিতা-২০২৫"। ভেটেরিনারি অনুষদীয় ছাত্র সমিতির আয়োজনে আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।


আজ শনিবার (০৫ জুলাই)  বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম। অনুষ্ঠান শেষে বল শ্যুট করার মাধ্যমে খেলার উদ্বোধন করেন তিনি।


উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম খেলার আয়োজকদের ধন্যবাদ জানান। এছাড়াও কেউ খেলায় আহত হলে দ্রুত চিকিৎসা পেতে  একটি এম্বুলেন্সকে খেলা চলাকালীন সার্বক্ষণিক মাঠের পাশে থাকার ব্যাবস্থা করে দেন।


আন্ত:লেভেল ফুটবল প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ জসিম উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী , ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ছিদ্দিকুল ইসলামের অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম।


ভেটেরিনারি ছাত্র সমিতির ভিপি মোঃ মাসুদুর রহমান খোন্দকার বলেন, দীর্ঘদিন পর এমন একটি  আয়োজন ভেটেরিনারি অনুষদের সকল  শিক্ষার্থীর মাঝে প্রাণের সঞ্চার করবে। এই খেলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতায় সহায়তায় পাশাপাশি বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের একে অপরের প্রতি সম্পর্ক বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করছি। এছাড়াও শিক্ষার্থীদের মাদক, মোবাইল আসক্তি থেকে দূরে থাকার অভ্যাস গড়ে উঠবে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, অনুষদের ডিন স্যার সহ এই প্রতিযোগিতা আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ভেটেরিনারি শিক্ষার্থীদের কল্যানে আমাদের বিভিন্ন কর্মসূচি সবসময় অব্যাহত থাকবে।


ভেটেরিনারি অনুষদের এবারের আন্ত: লেভেল ফুটবল প্রতিযোগিতায় দুটি গ্রুপে সর্বমোট ছয়টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে  প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনাল খেলার সুযোগ পাবে। এদিকে প্রতিযোগিতার প্রথম ম্যাচে টানটান উত্তেজনা শেষে ছাব্বিশ তম ব্যাচকে ২-১ গোলে জয়ী হয় ত্রিশ তম ব্যাচ। দ্বিতীয় ম্যাচে মাস্টার্স ব্যাচকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আটাশ তম ব্যাচ।


একুশে সংবাদ//র.ন

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!