AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভয়াবহ দাবানলে ইসরায়েলে জরুরি অবস্থা, প্রধান সড়ক ও রেল চলাচল বন্ধ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২৯ পিএম, ৩০ এপ্রিল, ২০২৫

ভয়াবহ দাবানলে ইসরায়েলে জরুরি অবস্থা, প্রধান সড়ক ও রেল চলাচল বন্ধ

ইসরায়েলে ভয়াবহ দাবানলের কারণে জেরুজালেমের কাছে বুধবার ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের ফলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম আল-মনিটর এবং টাইমস অব ইসরাইল জানিয়েছে, চলতি বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ দাবানল, যা ইতোমধ্যে শত শত মানুষকে ঝুঁকির মুখে ফেলেছে।

ইসরায়েলের জাতীয় উদ্ধার সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানায়, এ পর্যন্ত অন্তত ২২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে— বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, “আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি। আগুন নিয়ন্ত্রণে সব বাহিনীকে একত্রিত করতে হবে এবং জীবন রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।”

দাবানলের কারণে জেরুজালেমের আশপাশের নেভে শালোম, বেকোয়া, তাওজ এবং নাচশোন এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। মেসিলাত জিওন অঞ্চল থেকেও লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

বিপজ্জনক পরিস্থিতিতে জেরুজালেম ও তেল আবিবের মধ্যে যোগাযোগকারী রুট-১ মহাসড়কসহ ৩, ৬৫, ৭০ ও ৮৫ নম্বর সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া, দুই শহরের মধ্যকার ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ৬৩টি অগ্নিনির্বাপক দল ও ১১টি ফায়ারফাইটিং এয়ারক্রাফট কাজ করছে বলে নিশ্চিত করেছে উদ্ধারকারী সংস্থাগুলো।

প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি সম্ভাব্য মানবিক সংকট নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

 

একুশে সংবাদ// স.ট//এ.জে

Shwapno
Link copied!