AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালয়েশিয়া থেকে ফেরত আসা ব্যক্তিরা জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৯ পিএম, ৬ জুলাই, ২০২৫

মালয়েশিয়া থেকে ফেরত আসা ব্যক্তিরা জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো ব্যক্তিদের জঙ্গি হিসেবে চিহ্নিত করার ভিত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার ভাষ্য অনুযায়ী, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মালয়েশিয়া সরকার তাদের ফেরত পাঠিয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মালয়েশিয়ার পুলিশ যে বক্তব্য দিয়েছে, তা যাচাইয়ের জন্য আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত সরকারি পর্যায়ে মালয়েশিয়া থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।”

বাংলাদেশে জঙ্গিবাদের উপস্থিতি নেই উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে এখন কোনো সক্রিয় জঙ্গি সংগঠন নেই। এটা সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায়। গত ১০ মাসে কোনো ধরনের জঙ্গি তৎপরতার তথ্য কেউ দিতে পারেনি। আগে যেহেতু ছিল, তখন আপনারা তথ্য দিয়েছেন। এখন নেই, তাই তথ্যও নেই।”

এ সময় তিনি আরও জানান, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের কর্মবিরতির কারণে রপ্তানি কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছিল। এই কার্যক্রম কতটা ব্যাহত হয়েছিল এবং বর্তমানে তা সচল আছে কিনা—তা সরেজমিন দেখতে এই পরিদর্শন।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!