বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৪৩১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে রমেশ দত্তকে আহ্বায়ক, মৃণাল কান্তি বৈষ্ণবকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং অধ্যক্ষ এস সাহা আনন্দকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার এবং সদস্য সচিব এস এন তরুণ দে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের দপ্তর সম্পাদক তপন কুমার বসু মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে