AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৩৯ পিএম, ২৮ এপ্রিল, ২০২৫

ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়া এককভাবে ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (২৮ এপ্রিল) বিকালে এই ঘোষণা দেন, যেখানে তিনি বলেন, আগামী ৮ মে মধ্যরাত থেকে ১০ মে মধ্যরাত পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনে হামলা বন্ধ রাখবে।

এ সময় ইউক্রেনের পক্ষেও হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণা আসল এমন একটি সময়ে, যখন যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমানভাবে মস্কোর উপর ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে চাপ সৃষ্টি করছে।

বিশেষভাবে, ৯ মে গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার (মহান দেশপ্রেমিক যুদ্ধ) এর ৮০তম বার্ষিকী উদযাপনের জন্য এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ১৯৪২ থেকে ১৯৪৫ সালের মধ্যে এটি পরিচালিত হয়েছিল।

ক্রেমলিন তাদের বিবৃতিতে ইউক্রেনকে অস্থায়ীভাবে যুদ্ধবিরতিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে। তবে, তারা সতর্ক করে দিয়েছে যে, যদি ইউক্রেনের বাহিনী এই সময়কালে যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে রুশ বাহিনী পাল্টা প্রতিক্রিয়া জানাবে।

 

একুশে সংবাদ// চ.ট//এ.জে

Shwapno
Link copied!