AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫, আহত ৫৬১


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৩৩ পিএম, ২৬ এপ্রিল, ২০২৫

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫, আহত ৫৬১

ইরানের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর শহীদ রাজীতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত ৫ আহত ৫৬১ হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ইরানের বৃহত্তম ও আধুনিক এই বন্দরে বিস্ফোরণ ঘটে।

জরুরি সেবার মুখপাত্র বাবাক ইয়াকতেপেরেস্ট জানিয়েছেন, আহতদের হরমুজগান প্রদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া না গেলেও বিষাক্ত ধোঁয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

বিস্ফোরণের কারণ নিয়ে নানা গুঞ্জন চললেও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি স্পষ্ট করেছেন, এখন পর্যন্ত কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি। তিনি জানান, বন্দরের কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থ থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনের সূত্রপাত হয় ছোট একটি অগ্নিকাণ্ড থেকে, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ বিস্ফোরণের জন্ম দেয়। তীব্র গরম আবহাওয়া এবং দাহ্য বস্তু থাকার কারণে বিস্ফোরণের মাত্রা ছিল প্রচণ্ড, যা প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেও অনুভূত হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরিত কনটেইনারগুলোর ভেতরে সালফার জাতীয় পদার্থ থাকার গন্ধ পাওয়া গেছে। তবে প্রকৃত তথ্য জানতে তদন্ত চলছে।

হরমুজ প্রণালীর কাছে অবস্থিত এই বন্দরটি বিশ্বের অন্যতম ব্যস্ততম তেল পরিবহন রুটের কাছাকাছি হওয়ায়, দুর্ঘটনাটি আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ সৃষ্টি করেছে।

সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধারকারীরা হতাহতদের সরানোর কাজ করছেন।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

 

একুশে সংবাদ//ঢ.প//এ.জে

Shwapno
Link copied!