AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিয়ানমারে ত্রাণবাহী বিমান পাঠাল ভারত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:০২ পিএম, ২৯ মার্চ, ২০২৫

মিয়ানমারে ত্রাণবাহী বিমান পাঠাল ভারত

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণবাহী একটি বিমান পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। ভূমিকম্পের একদিন পর শনিবার বিমানটি মিয়ানমারে অবতরণ করেছে বলে জানিয়েছে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং বৈদেশিক সাহায্যের আবেদন জানিয়েছে। দেশটির পূর্ববর্তী সামরিক শাসকরা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের পরেও বিদেশি সহায়তা এড়িয়ে গেছেন। এবার এই সাহায্যের আবেদন দুর্যোগের তীব্রতা প্রকাশ পাচ্ছে।ভূমিকম্পের আঘাতে দেশটিতে নিহতদের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা প্রায় ২ হাজার ৪শ’ জন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেছেন, স্বাস্থ্যবিধি সরঞ্জাম, কম্বল, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে একটি সি-১৩০ সামরিক পরিবহণ বিমান মিয়ানমারে পাঠানো হয়েছে। সাথে অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং চিকিৎসক দলও এই বিমানে রয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত অঞ্চলে পর্যবেক্ষণ চালিয়ে যাব এবং প্রয়োজনে আরো সাহায্য পাঠানো হবে।’

ত্রাণের বিমানটি মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে অবতরণের পর সেটির একটি ছবি প্রকাশ করেছে জয়শঙ্করের মন্ত্রণালয়।

শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের বিভিন্ন স্থানে অনেক ভবন ধস, সেতু ও রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়েও মারাত্মক ক্ষতি হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিকদের মতে, এটি গত এক শতাব্দীরও বেশি সময় পর মিয়ানমারে সবচেয়ে বড় ভূমিকম্প।

মিয়ানমারে আঘাত হানা এই ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে, এর কেন্দ্রস্থল থেকে শত শত মাইল দূরে ব্যাংকক শহরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!