কিয়েভ বুধবার জানিয়েছে, রাশিয়ান বাহিনী রাতে ইউক্রেনে ছয়টি ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় এক ব্যক্তি নিহত ও দুটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে কিয়েভ থেকে এএফপি জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ১৪৫টি ড্রোনের মধ্যে ৭২টি ড্রোন ভূপাতিত করেছে।
রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে সাময়িকভাবে হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। তবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

