সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্র’ লটারিতে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি ২৮ লাখ টাকা। ওই বাংলাদেশির নাম জাহাঙ্গীর আলম। খবর খারিজ টাইমস
গতকাল সোমবার (৩ মার্চ) বিগ টিকিটের ফলাফল ঘোষণা করা হয়। আর এতে জাহাঙ্গীরের নাম উঠে আছে। তার টিকেট নম্বর ছিল ১৩৪৪৬৮। গত ১১ ফেব্রুয়ারি তিনি এটি কিনেছিলেন। ৪৪ বছর বয়সী জাহাজ নির্মাণ শিল্পের এই কর্মী ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন এবং তার পরিবার বাংলাদেশে থাকে। গত তিন বছরে তিনি প্রতি মাসে এন্ট্রি কেনার জন্য ১৪ জন বন্ধুর একটি গ্রুপের সাথে দল বেঁধে বিগ টিকেট ড্র-তে অংশগ্রহণ করেছেন।
লটারি জেতার পর জাহাঙ্গীর বলেন, ‘আমার ফোনে যখন কলটি আসে তখন আমি গভীর মোনাজাতে মগ্ন ছিলাম। যখন আমি বেরিয়ে এলাম, তখন আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য এই সংবাদটি জানাল। আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি। তবে এটি আমার একার অর্জন নয়। এটি আরও ১৪ জনের এবং তাদের পরিবারেরও অর্জন।’
জাহাঙ্গীরের ইচ্ছা তিনি এই অর্থের কিছু অংশ দিয়ে দুবাইতে একটি ছোট ব্যবসা শুরু করবেন। তিনি বলেন, ‘আমি অবশ্যই টিকিট কিনতে থাকব। আমি আশা করি, আমার এই গল্প অন্যদেরকেও সুযোগ নিতে এবং এই অবিশ্বাস্য যাত্রার অংশ হতে অনুপ্রাণিত করবে।’
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

