ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দিল্লির বিধানসভায় তাঁর দল সরকার গঠন করতে পারলে, কেন্দ্রশাসিত অঞ্চলটিকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গামুক্ত করা হবে।
গত রোববার নারেলায় একটি নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বক্তব্যে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টিকে (এএপি) ‘অবৈধ আয় পার্টি’ হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশি এবং রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, "বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। দিল্লিকে বিশ্বের সেরা রাজধানী বানাবে। আগামী মাসের নির্বাচনে বিজেপি জয়ী হলে, দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের প্রভাব থেকে মুক্ত করবে।"
এএপির সমালোচনা করে বিজেপির এই নেতা বলেন, ‘পুরো দিল্লি আজ নোংরা পানি নিয়ে লড়াই করছে। স্কুলগুলো শেষ হয়ে গিয়েছে। হাসপাতালে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই ৷’
অমিত শাহ বলেন, ‘সুপ্রিম কোর্ট এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে, আর তিনি সেটিকে ক্লিন চিট (আদালতে দোষী প্রমাণিত না হওয়ায় মুক্তি পাওয়া) বলে দাবি করছেন। কিন্তু কেজরিওয়াল জামিন পাওয়া মানেই ক্লিন চিট নয়। আপনাকে পুরো বিচার প্রক্রিয়া মোকাবিলা করতে হবে। আপনি জেল খাটার জন্য দীর্ঘ প্রস্তুতি নিন।’
অমিত শাহের এই বক্তব্যের পাল্টা জবাবে আম আদমি পার্টি (আপ) বলেছে, বিজেপির আসল লক্ষ্য দিল্লির উন্নয়ন নয়, বরং কেবল অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করা।
একুশে সংবাদ/ই.ট/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

