ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীর অনুষ্ঠান ফজর দশকে ‘পার্স-২’ নামে নতুন একটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নিয়েছে ইরানের মহাকাশ সংস্থা (আইএসএ)। আগামী ফেব্রুয়ারিতে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।ফজর দশক তথা ‘ভোরের দশক’ হলো ১৯৭৯ সালে ইরানে রুহুল্লাহ খোমেনির প্রত্যাবর্তনের দশ দিনের উদযাপন। ১ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে এই বার্ষিকী উদযাপন হয়।
ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে বলেছেন, ‘পার্স ২’ স্যাটেলাইটটি ২ মিটারের চিত্র নির্ভুলতার সঙ্গে তুলতে সক্ষম। ইসলামি বিপ্লবের বিজয়ের বার্ষিকী ফজর দশকে এটি উন্মোচন করা হবে।
মঙ্গলবার তেহরান বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তৃতাকালে আইএসএ প্রধান বলেন, যান্ত্রিক, বৈদ্যুতিক, মহাকাশ এবং কম্পিউটার প্রকৌশল, রাসায়নিক এবং উপকরণ প্রকৌশলের মতো বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের সর্বাধিক সংখ্যক অভিজাতদের আকর্ষণ করে এমন একটি ক্ষেত্র হল মহাকাশ শিল্প। বিশ্বে বেশ কয়েকটি গবেষণা করা হয়েছে এবং এসব গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ বিশেষজ্ঞরা এই শিল্পের প্রতি আকৃষ্ট হন।
সূত্র: মেহর নিউজ
একুশে সংবাদ/ এস কে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
