AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৭:৩৯ পিএম, ৪ নভেম্বর, ২০২৫

তানোরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমটি পরিচালনা করেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের স্মরণে মেজর জেনারেল শরিফ উদ্দিনের পক্ষে।

মঙ্গলবার সকালে বনকেশর ব্রিজঘাটসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত প্রায় ৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও শুকনা খাবার বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, যুবদল আহ্বায়ক লুৎফর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ন রশিদ এবং অন্যান্য স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

পাঁচন্দর ইউনিয়ন যুবদল আহ্বায়ক লুৎফর রহমান জানান, “আজ বনকেশর ব্রিজঘাট এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীকাল মোহাম্মদপুর এলাকায় বাকি ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।”

পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “দুই দিনের আকস্মিক বন্যায় বনকেশর, মোহাম্মদপুর, কাজী জিয়া কুন্দাইনসহ বেশ কিছু এলাকার প্রায় শতাধিক মাটির ঘরবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে, বাকি পরিবারকে আগামীকাল বিতরণ করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!