AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাপান এয়ারলাইন্স সাইবার হামলার শিকার!


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৪৩ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৪
জাপান এয়ারলাইন্স সাইবার হামলার শিকার!

বড় ধরনের সাইবার হামলার শিকার হলো জাপানের রাষ্ট্রীয় বিমান সংস্থা জাপান এয়ারলাইন্স। বৃহস্পতিবার স্থানীয় সকাল সাড়ে ৭টার দিকে সংস্থাটিতে সাইবার হানা হয়। বিষয়টি চিহ্নিত করতে পারার পরই তড়িঘড়ি ব্যবস্থা নেয় সংস্থাটি। যদিও এই সাইবার হানার জেরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যমগুলোর দাবি।

জাপানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সাইবার হামলার পলে দেশীয় এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন যাত্রীরা।

তবে বিমান সংস্থাটি স্পষ্ট ভাবে জানায়নি কোনো বিমান বাতিল করা হয়েছে কি-না। তবে বিমান ওঠানামায় বেশ প্রভাব পড়েছে বলেও স্থানীয় সূত্রে খবর।

সাইবার হামলার জেরে জাপান এয়ারলাইন্সের অন্তর্দেশীয় বিমান পরিষেবায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। বিমান সংস্থাটি যাত্রীদের জানিয়েছে, সাইবার হামলার শিকার হয়েছেন তারা। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

আর এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থনাও করেছে সংস্থাটি। আচমকা এই ঘটনার জেরে যাত্রীদের বেশ ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!