মিয়ানমারের আরাকান রাজ্যে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। আরাকান অঞ্চলের স্বাধীনতা এবং রোহিঙ্গাদের অধিকারের দাবিতে দীর্ঘদিন ধরে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে আসা আরসা এ ঘোষণা দেয়।
প্রায় আট মাসেরও বেশ সময় ধরে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। চলমান এই যুদ্ধে রাখাইন রাজ্যের রোহিঙ্গা সহযোগী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) সহ কয়েকটি সংগঠনের অবস্থান জান্তা বাহিনীর পক্ষে ছিল। যে কারণে সীমান্তবর্তী আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার ফলে নতুন করে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
এরই মধ্যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার-ইন-চীফ আতা উল্লাহ জানান, আরসা সদস্যরা কখনোই আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ ছেড়ে যাবে না। রাখাইন নামে পরিচিত চরমপন্থী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সন্ত্রাসী বিদ্রোহী আরাকান আর্মি (এএ) যতক্ষণ না সম্পূর্ণভাবে পরাজিত হয় ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে।
এছাড়া তিনি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ তুলে নেয়ার দাবি জানান। কারণ আরাকান রাজ্যে আরসা সদস্যরা বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।তিনি জানান, আরসা সদস্যরা মিয়ানমারের আরাকান রাজ্যে বসবাসকারী সমস্ত জাতিগত গোষ্ঠীর প্রতি শ্রদ্ধা ও যত্নশীল।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

