সমুদ্রে ভারতের কোস্ট গার্ডের হাতে আটক হওয়া ৭৮ বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠাবে ভারত। এমনটাই জানিয়েছে দেশটির ওড়িশা রাজ্যের পুলিশ।
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ তুলে ৭৮ বাংলাদেশিকে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের হাতে ৭৮ জন বাংলাদেশি জেলের আটক হওয়ার দুদিন পর ওড়িশা পুলিশ নিশ্চিত করেছে— তাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
রাজ্যটির পারাদ্বীপের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সন্তোষ কুমার জেনা এএনআইকে বলেছেন, আটকের পর জেলেদের বিষয়টি যাচাইয়ের জন্য উপকূলরক্ষীরা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পুলিশের এই ডিএসপি বলেছেন, “গত পরশু ৭৮ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছিল। পরে তাদের পারাদ্বীপ থানায় নিয়ে আসা হয়... তাদের যাচাই-বাছাইয়ের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেটি করা হয়েছে। এখন তাদের (বাংলাদেশে) ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।”
এর আগে গত ১০ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ৭৮ জেলেসহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করে।
ভারতীয় কোস্ট গার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, “সামুদ্রিক নিরাপত্তা রক্ষার লক্ষ্যে চালানো এই গুরুত্বপূর্ণ অভিযানে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ভারতীয় জলসীমার মধ্যে মাছ ধরায় নিয়োজিত ৭৮ জন জেলেসহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলারকে আটক করেছে।”
এতে আরও বলা হয়েছে, “ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইএমবিএল বরাবর টহলরত অবস্থায় ভারতীয় সামুদ্রিক অঞ্চলের মধ্যে সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করে। পরে কোস্টগার্ডের ওই জাহাজটি মাছ ধরার অননুমোদিত কার্যকলাপে নিয়োজিত ২টি বাংলাদেশ ফিশিং ট্রলারকে আটক করে।”
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

