সিঙ্গাপুর শুক্রবার মাদক পাচারের দায়ে মৃত্যু দণ্ডপ্রাপ্ত ৩৫ বছর বয়সী এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে। তার এ দণ্ডাদেশ ‘পুনর্বিবেচনা’ করতে তেহরানের পক্ষ থেকে আবেদন করা সত্ত্বেও তা কার্যকর করা হলো। দেশটিতে এক মাসেরও কম সময়ের মধ্যে এটি চতুর্থ ব্যক্তির ফাঁসি কার্যকরের ঘটনা।
জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলো সিঙ্গাপুরে মৃত্যুদণ্ড বিলুপ্ত করার আহ্বান জানালেও দেশটির কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এটি সিঙ্গাপুরকে এশিয়ার অন্যতম নিরাপদ রাষ্ট্রে পরিণত করতে সহায়তা করেছে।
মাসুদ রহিমি মেহেরজাদ একজন সিঙ্গাপুরের নাগরিক। দেশটিতে জন্মগ্রহণ করা মাসুদের মা সিঙ্গাপুরের এবং বাবা ইরানের নাগরিক।
২০১৩ সালে মাদক পাচারের দায়ে মাসুদকে দোষী সাব্যস্ত করা হয়।সিঙ্গাপুরের কঠোর মাদক আইন অনুযায়ী ১৫ গ্রামের উপরে যেকোনো পরিমাণ হেরোইন রাখার শাস্তি মৃত্যুদণ্ড।
সিএনবি জানায়, ৩১.১৪ গ্রাম হেরোইন রাখায় সিঙ্গাপুরের আইন অনুযায়ী মাসুদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

