বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ভারতীয় পতাকাবাহী একটি ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের সদস্যরা।জাহাজের নাবিকরা ওই জেলেদের ধাওয়া করে ট্রলারসহ আটক করে। আটক ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তর শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শীত মৌসুম এলেই বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করে ভারতীয় জেলেরা। আর তাদের রুখতে সার্বক্ষণিক টহল দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা।
বুধবার ২০ নভেম্বর রাতে সমুদ্রসীমায় টহলরত কোস্টগার্ডের জাহাজ কয়েকটি ভারতীয় ট্রলার দেখতে পেয়ে আটকের জন্য ধাওয়া করে। এসময় ১৬ ভারতীয় জেলেসহ ‘এফ বি ঝড়’ নামের একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে। রাতেই আটক ট্রলার ও জেলেদের মোংলার কোস্টগার্ড সদর দফতরে আনা হয়। আটক ট্রলারে থাকা ৪০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামে এক লাখ ২৪ হাজার ৮৭৫ টাকা বিক্রি করে কোস্টগার্ড। পরবর্তীতে রাতে আটক ট্রলার ও জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ভারতীয় জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৭ অক্টোবর সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের হাতে তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক হয়। 
একুশে সংবাদ/ এস কে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
