ক্রেমলিন সোমবার মোল্দোভার প্রেসিডেন্ট নির্বাচন এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য গণভোটে `অনিয়ম` হয়েছে অভিযোগ করে বলেছে, দেশটির প্রেসিডেন্টকে অবশ্যই নির্বাচনে বৈদেশিক হস্তক্ষেপের দাবি `প্রমাণ` করতে হবে।
মস্কো থেকে এএফপি জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইইউ সদস্যপদ ও প্রেসিডেন্ট মাইয়া সান্দুকে উভয় জরিপেই এগিয়ে রাখা হয়েছিল।
তিনি রো বলেন, চিসিনাউ`র `বিদেশি হস্তক্ষেপ`-এর অভিযোগ `খুবই গুরুতর` মন্তব্য করে স্যান্দুকে এর পক্ষে `প্রমাণ উপস্থাপন করতে হবে` বলে উল্লেখ করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :