AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র যাত্রা বিলম্বিত: ইসরায়েলি কর্মকর্তা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:১৫ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৪
নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র যাত্রা বিলম্বিত: ইসরায়েলি কর্মকর্তা

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশের উত্তরাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে তার নিউইয়র্ক যাত্রা একদিন পিছিয়ে দিয়েছেন। শুক্রবার জেরুজালেমে তার কার্যালয়ের একজন কর্মকর্তা এএফপিকে একা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরাইলের উত্তরে নিরাপত্তা পরিস্থিতির আলোকে তার যুক্তরাষ্ট্র সফর একদিনের জন্য পিছিয়ে দিয়েছেন।" তিনি বলেন, নেতানিয়াহু এখন পূর্বের পরিকল্পনা অনুযায়ী ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৫ সেপ্টেম্বর ভ্রমণ করবেন।

মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। আগামী ২৮ সেপ্টেম্বর তার ইসরাইলে ফেরার কথা রয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতির অবনতি হওয়ায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে দেশটির উত্তরাঞ্চলে ইসরাইল ভয়ঙ্কর আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত রয়েছে।

শুক্রবার, ইসরাইলি সামরিক বাহিনী বৈরুতে একটি "লক্ষ্যকৃত হামলা" চালায়। হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে যে এ হামলায় তাদের একজন শীর্ষস্থানীয় সামরিক নিহত হয়েছে।

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

Link copied!