AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি যুবরাজের আমন্ত্রণে রিয়াদ যাচ্ছেন প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৮ এএম, ২৪ অক্টোবর, ২০২৫

সৌদি যুবরাজের আমন্ত্রণে রিয়াদ যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই-৯)’-এর নবম আসরে অংশ নিতে রিয়াদ যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আগামী ২৭ অক্টোবর রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শুরু হবে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন। সেখানে প্রধান উপদেষ্টা মূল অধিবেশনে বক্তব্য রাখবেন। তিনি ২৬ অক্টোবর ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে যাত্রা করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সউদী যুবরাজের পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ২০১৭ সালের পর এবারই প্রথম কোনো বাংলাদেশি সরকারপ্রধানকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

এফআইআই সম্মেলনের নবম আসরে উপস্থিত থাকবেন সউদী জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ও সৌদি আরামকোর চেয়ারম্যান ইয়াসির আল-রুমাইয়ান, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, রাশিয়ান প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ, বিশ্ববাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা, টোকিওর গভর্নর ইউরিকো কোইকে, যুক্তরাজ্যের রাজকোষের চ্যান্সেলর রাচেল রিভস, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

এছাড়া বিশ্বব্যাপী শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগ নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন— রকফেলার ফাউন্ডেশনের ট্রাস্টি লরা চা, গুগলের প্রেসিডেন্ট ও সিআইও রুথ পোরাট, গুগলের সাবেক সিইও ও শ্মিড ফ্যামিলি ফাউন্ডেশনের প্রধান ড. এরিক স্মিডট, সিটি গ্রুপের সিইও জেন ফ্রেজার, ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা রে ডালিও, এবং স্ন্যাপ ইনক-এর সিইও ইভান স্পিগেল।

সম্মেলনে বৈশ্বিক আয়ের বৈষম্য, টেকসই প্রবৃদ্ধি, মুক্ত বাণিজ্যের ভূ-রাজনৈতিক প্রভাব, কোয়ান্টাম কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতা ও শক্তি রূপান্তরের চ্যালেঞ্জ–এই বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রিয়াদ অবস্থানকালে প্রধান উপদেষ্টা সউদী যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!