চট্টগ্রাম থেকে ওমানগামী সালাম এয়ারের একটি উড়োজাহাজ ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে। খবর বার্তা সংস্থা এএনআই’র।ফ্লাইটে থাকা একজন বাংলাদেশি যাত্রী অসুস্থ হয়ে পড়ায় উড়োজাহাজটি জরুরি অবতরণ করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রোববার নাগপুরের কিমস কিংসওয়ে হাসপাতালের মহাব্যবস্থাপক (যোগাযোগ) এজাজ শামি।
এজাজ শামি জানিয়েছেন, মাঝ আকাশে মোহাম্মদ খায়ের (৩৩) নামের এক যাত্রীর দুবার খিঁচুনি হয়। এ অবস্থায় ফ্লাইট থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও জরুরি চিকিৎসা সহায়তার জন্য অনুরোধ করা হয়। পরে উড়োজাহাজটি নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
নাগপুর হাসপাতালের জরুরি বিভাগের কনসালট্যান্ট রুপেশ বোকাডের নেতৃত্বে একটি মেডিকেল টিম সেখানে যায়। মোহাম্মদ খায়েরকে দ্রুত কিমস কিংসওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন এজাজ শামি।
সূত্র: এএনআই
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

