জিম্মিদের জীবিত উদ্ধার করতে না পারায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিক্ষোভের মুখে সোমবার জিম্মিদের পরিবারের কাছে এ আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে যুদ্ধ বিরতি চুক্তি কার্যকরের দাবীতে হাজার হাজার মানুষের বিক্ষোভের দ্বিতীয় রাতে জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ক্ষমা প্রার্থনা করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘আমি পরিবারগুলিকে বলেছি এবং আজ রাতে এখানে আবারও বলতে চাই, আমি আপনাদের কাছে ক্ষমা চাই যে আমরা তাদের জীবিত ফিরিয়ে আনতে সফল হইনি।’
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

