AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম: প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৫৫ পিএম, ২৪ জুন, ২০২৪
মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম: প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মালয়েশিয়ায় বহুল প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরুর লক্ষ্যে ‘কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ’ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৪ জুন) কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডের অফিসে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তৃতায় হাইকমিশনার বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির কথা বিবেচনা করে এনআইডি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ শেষে এ বছর জুলাই মাসের শুরুতেই আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে  আশাবাদ প্রকাশ করেন তিনি।

২৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতিনিধিদল এবং হাইকমিশন ও এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডের প্রশিক্ষণার্থী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি সংক্রান্ত আইডিয়া প্রজেক্ট (২য় পর্যায়)-এর উপপ্রকল্প পরিচালক, স্কোয়াড্রন লিডার মো. জাকারিয়া মাহবুবের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের ৬ সদস্যের প্রতিনিধিদল হাইকমিশন এবং এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেবেন।

কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণের লক্ষ্যে প্রতিনিধি দল পাঠানোর জন্য হাইকমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

 

Link copied!