AB Bank
ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিজেপির ফল নিয়ে কটূক্তির পরদিন প্রশংসা আরএসএস নেতার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:০৮ পিএম, ১৫ জুন, ২০২৪
বিজেপির ফল নিয়ে কটূক্তির পরদিন প্রশংসা আরএসএস নেতার

ভারতের জয়পুরের কানোটায় ‍‍`রামরথ অযোধ্যা যাত্রা দর্শন পূজন সমারোহ‍‍` অনুষ্ঠানে বৃহস্পতিবার আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেন।  এর পরদিনই ইন্দ্রেশ শুক্রবার তার বক্তব্যের নতুন ব্যাখ্যা দিয়ে দাবি করেছেন, আদতে লোকসভা ভোটে বিজেপির জয়ের হ্যাটট্রিককে সাধুবাদ জানাতে চেয়েছিলেন তিনি।

বিজেপির উদ্দেশ্যে কুমার বলেছিলেন, ‘দল রামকে ভক্তি করলেও তারা কিন্তু অহংকারী হয়ে উঠেছিল, তাই তাদের ২৪১ আসনে (আসলে ২৪০) থামিয়ে দেওয়া হয়েছে।’কুমার বলেন, ‘দেখুন রামরাজ্যের বিধান; যারা রামের প্রতি ভক্তি দেখিয়েছিল কিন্তু অহংকারী হয়ে উঠেছিল, তাদের দলের ভোট এবং ক্ষমতা রাম তাদের অহংকারের কারণে কমিয়ে দিয়েছেন।’

যদিও ওই মন্তব্য নিয়ে জল্পনা শুরু হওয়ার পরই ‘ড্যামেজ কন্ট্রোল’-এ নামতে দেখা গিয়েছে ইন্দ্রেশকে। বিবৃতিতে বলেছেন, ‘আমি বলেছিলাম, ‘যারা ভগবান রামের নামে সংকল্প গ্রহণ করেছিলেন, তারাই এখন ক্ষমতায়। আর যারা রামের বিরোধিতা করেছিলেন, তারা সকলেই ক্ষমতার বৃত্তের বাইরে’।’ এর পর এক ধাপ এগিয়ে তার মন্তব্য, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠিত হয়েছে। জনগণের মধ্যে প্রবল আস্থা রয়েছে যে, তার নেতৃত্বে দেশ দ্রুত অগ্রসর হবে। আমরা আশা করি এবং কামনা করি, এই আস্থার প্রত্যাশিত ফল মিলবে।

 

 একুশে সংবাদ/যু/হা.কা

Link copied!