AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের নতুন সেনাপ্রধান কে এই উপেন্দ্র দ্বিবেদী?


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৪৪ এএম, ১২ জুন, ২০২৪
ভারতের নতুন সেনাপ্রধান কে এই উপেন্দ্র দ্বিবেদী?

ভারতের নতুন সেনাপ্রধান কে হচ্ছেন তা নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে জানা গেছে যে, দেশটির পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নিয়োগ পেয়েছেন। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন তিনি। 

তিনি বর্তমানে ভারতের সহকারী সেনা প্রধান (ভাইস চিফ অব আর্মি স্টাফ বা ভিসিওএএস) পদে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ জুন অবসর নেবেন জেনারেল পাণ্ডে। ওই একই দিনে লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তার স্থলাভিষিক্ত হবেন। ভারতের সেনাপ্রধান হিসেবে ২০২২ সালের ৩০ এপ্রিল নিয়োগ পান মনোজ পান্ডে। গত ৩১ মে তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তার মেয়াদ এক মাস বাড়ানো হয়।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে দায়িত্ব গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। মাত্র চার মাসের মধ্যেই পদোন্নতি হচ্ছে তার।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির সাবেক এই কর্মকর্তা অতীতে ডেপুটি চিফ অব আর্মি স্টাফ এবং ডিরেক্টর জেনারেল অফ ইনফ্যান্ট্রির মতো গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!