তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিনের হামাসের রাজনৈতিক ব্যুরোর নেতা ইসমাইল হানিয়া। তিনি মূলত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিন সন্তান ও চার নাতি-নাতনিসহ পরিবারের সাত সদস্যকে হারানোর এক সপ্তাহ পর তুরস্কে যাচ্ছেন হানিয়া।
গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এরদোয়ান ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। গাজায় একাধিকবার ত্রাণভর্তি জাহাজও পাঠিয়েছে তুরস্ক।
হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে এরদোয়ান বলেছেন, আমি শুক্রবার প্যালেস্টাইনের নেতাকে স্বাগত জানাব। বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব।
একুশে সংবাদ/যু./এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

