AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দোনেৎস্ক গোলাবর্ষণে তিন শিশুর মৃত্যু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৪৭ পিএম, ১৫ মার্চ, ২০২৪

দোনেৎস্ক গোলাবর্ষণে তিন শিশুর মৃত্যু

রাশিয়া অধিকৃত দোনেৎস্ক নগরীতে ইউক্রেনের গোলাবর্ষণে তিন শিশু নিহত হয়েছে। সেখানে রাতভর বর্বর গোলাবর্ষণ হয়। এতে আবাসিক এলাকার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

মস্কোর কর্মকর্তা শুক্রবার (১৫ মার্চ) শিশু মৃত্যুর তথ্য দিয়েছেন উল্লেখ করে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দোনেৎস্ক নগরীর কেন্দ্রস্থল যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়া দোনেৎস্ক অঞ্চলকে সংযুক্ত করেছে বলে দাবি করলেও এটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে নেই এবং আঞ্চলিক এই রাজধানী বারবার গোলাবর্ষণের শিকার হতে দেখা যায়।

দোনেৎস্কে রাশিয়ার নিয়োগ দেওয়া মেয়র আলেক্সি কুলেমজিন টেলিগ্রামে পোস্টকৃত এক বার্তায় বলেছেন, রাতভর বর্বর গোলাবর্ষণ করা হয়। এতে আবাসিক এলাকার একটি বাড়ি বারবার হামলার শিকার হয়।

মেয়র আরও বলেন, সেখানে এসব হামলায় তিন শিশু প্রাণ হারায়। তাদের মধ্যে এক শিশু ২০০৭ সালে, আরেকজন ২০১৪ সালে এবং তৃতীয় শিশু ২০২১ সালে জন্মগ্রহণ করে। তাদের দুজন মেয়ে এবং একজন ছেলে শিশু।

 

একুশে সংবাদ/সা.আ

 

Shwapno
Link copied!