AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়ির আমতলীতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, নাগরিক পরিষদের নিন্দা



বাঘাইছড়ির আমতলীতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, নাগরিক পরিষদের নিন্দা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড—মাহিল্যা ও কবিরপুর এলাকায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, সোমবার (২০ অক্টোবর ) রাত আড়াই/দশটার দিকে জজ মিয়ার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা বাড়িঘর ভাঙচুর করে এবং প্রায় ২০-২৫ রাউন্ড ফাঁকা গুলি ছাড়ায়। ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার পর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বাঘাইছড়ি উপজেলা শাখা এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি মো. মোক্তার হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক মো. আবছার হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়— “পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলো পাহাড়ে বসবাসরত পাহাড়ি ও বাঙালির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমতলী, মাহিল্যা ও কবিরপুর এলাকার জনগণকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। তবুও কার্যকরি ব্যবস্থা না নিলে এবং সন্ত্রাসীরা পুনরায় অস্থিতিশীলতা সৃষ্টি করলে কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে—এ ব্যপারে জনমতও সতর্ক করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি শাখা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছে, “যে কোনো দলের বা সম্প্রদায়েরই হোক না কেন, সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে, যেন খাগড়াছড়ির মতো কোনো অস্থিতিশীল পরিস্থিতি বাঘাইছড়িতে সৃষ্টি না হয়।”

স্থানীয়রা নিরাপত্তা জোরদার এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!