AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতিসংঘ মিশন শেষ হচ্ছে সুদানে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৩৩ পিএম, ২ ডিসেম্বর, ২০২৩
জাতিসংঘ মিশন শেষ হচ্ছে সুদানে

সুদানে জাতিসংঘ মিশন শেষ করার পক্ষে প্রস্তাব পাস করেছে নিরাপত্তা পরিষদ। শুক্রবার এ বিষয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

ভোটে ১৫ কাউন্সিল সদস্যের মধ্যে ১৪ জন প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া এ ভোটদান থেকে বিরত থাকে।

সুদানে জাতিসংঘের মিশন রোববার (৩ ডিসেম্বর) শেষ হবে। তারপর আগামী তিন মাসের মধ্যে জাতিসংঘ তার সব কর্মকর্তা ও কর্মচারীকে সুদান থেকে প্রত্যাহার করে নেবে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক গত মাসে নিশ্চিত করেছেন, সুদানে জাতিসংঘের মিশনে তাদের ২৪৫ জন কর্মকর্তা নিযুক্ত রয়েছেন। তাদের মধ্যে ৮৮ জন সুদান পোর্টে। বাকিরা নাইরোবি এবং আদ্দিস আবাবায় নিযুক্ত রয়েছেন।  

মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে, সুদানে আন্তর্জাতিক উপস্থিতি না থাকলে দেশটির বেসামরিক নাগরিকদের ভয়াবহ পরিণতি হবে। দেশটিতে সহিংসতা সৃষ্টিকারী অপরাধীদের তৎপরতা বেড়ে যাবে।

সুদানে জাতিসংঘের মিশনটির নাম ইউনাইটেড নেশন্স ইন্টিগ্রেটেড ট্রানজিশন অ্যাসিসট্যান্স মিশন (ইইএনআইটিএএমএস)। ২০২০ সালে স্বৈরাচারী ওমর আল-বশির সরকারের পতন হলে দেশটিতে গণতান্ত্রিক পরিবর্তনে সহায়তা করতে এ মিশন শুরু হয়।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!