যুদ্ধবিরতির সপ্তম দিনে এসে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৩০ ফিলিস্তিনি বন্দি। সর্বশেষ দফায় মুক্তিপ্রাপ্তদের অধিকাংশই শিশু-কিশোর।
শুক্রবার (১ ডিসেম্বর) আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের চাপের মুখে সর্বশেষ যুদ্ধবিরতিতে এসব বন্দীদের মুক্তি দেয়া হয়েছে।
তবে যুদ্ধবিরতি আর বাড়বে কিনা এখনো বলা যাচ্ছে না, কারণ মনে করা হচ্ছে হামাস বাকি জিম্মিদের জন্য অনেকের উচ্চ মূল্য নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে।
যুদ্ধবিরতির মেয়াদ শুক্রবার শেষ হবে, যদিও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা এর মেয়াদ বাড়ানোর জন্য কাজ করছে। আলোচনা ক্রমেই আরও কঠিন হচ্ছে কারণ, হামাস ইতিমধ্যেই ৭ অক্টোবর অপহৃত বেশিরভাগ নারী ও শিশুদের মুক্তি দিয়েছে। তবে বেসামরিক পুরুষ ও আটককৃত ইসরায়েলি সৈন্যদের মুক্ত করাতে হামাস আরও উচ্চ মূল্য দাবি করবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে হামাসের হাতে এখনও ১৪০ জিম্মি বন্দী আছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ত্রিশজন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা হয়েছে বলে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে। বর্ধিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে চূড়ান্ত পর্যায়ে ওই ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়। অন্যদিকে হামাস গাজা থেকে আরও ৮ বন্দীকে মুক্তি দিয়েছে।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস তাদের হাতে আটক ৮ ইসরায়েলি বন্দীকে মুক্ত করার কয়েক ঘণ্টা পর এসব বন্দীকে মুক্তি দিল হামাস। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত এই ৩০ ফিলিস্তিনি বন্দির মধ্যে ২৩ জন নাবালক ও সাতজন নারী।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :