ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যা আশপাশের আরও কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়।
দিল্লি পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, বিস্ফোরণটি ছিল উচ্চক্ষমতার। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে গাড়িতে বিস্ফোরণের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সেখানে অন্তত ২০টি ফায়ার ইউনিট অংশ নেয়।
বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল আলামত সংগ্রহ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের ভবনের জানালা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, “হঠাৎ বিশাল আগুনের গোলা উঠতে দেখি, কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়।”
ঐতিহাসিক লাল কেল্লা পুরনো দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং এটি অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ, বন্ধ করে দেওয়া হয় যান চলাচল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

