AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে শর্তে মুক্তি পাবে ইসরায়েলি ৭০ নারী ও শিশু বন্দি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১০ এএম, ১৪ নভেম্বর, ২০২৩
যে শর্তে মুক্তি পাবে ইসরায়েলি ৭০ নারী ও শিশু বন্দি

পাঁচ দিনের টানা যুদ্ধবিরতি বিনিময়ে আটক ৭০ নারী ও শিশু বন্দিকে মুক্তির ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের। হামাসের সামরিক শাখা  কাসাম বিগ্রেডের পক্ষ থেকে গতকাল সোমবার তাদের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানান।

আল কাসেম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দা তার একটি অডিও ক্লিপে বলেন, যুদ্ধবিরতি হতে হবে পূর্ণমাত্রার এবং যুদ্ধবিরতির সময় গাজা উপত্যকার সবত্র ত্রাণসহ সকল মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে হবে।

আবু উবাইদা আরও জানান, "গত সপ্তাহে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল বন্দী মুক্তির পরিবর্তে, ২০০ ফিলিস্তিনী শিশু এবং ৭৫ জন নারীকে মুক্ত করা হয়েছিল।

উল্লেখ্য গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ১১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, এর ৪০ শতাংশই শিশু।। এরপরও উপত্যকাটিতে হামলার তীব্রতা কমাচ্ছে না ইসরায়েলি বাহিনী। গত কয়েক দিনে গাজার বিভিন্ন হাসপাতালকেও নিশানা করা হয়েছে। এতে গাজার প্রধান দুটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। হাসপাতালের ইনসেন্টিভ কেয়ারে চিকিৎসারত শিশুরা সবচেয়ে বেশি হুমকিতে আছে। এখন পর্যন্ত ৬টি শিশু চিকিৎসার অভাবে মারা গেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাদের অতর্কিত হামলার জবাবে ওই দিন থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

এদিকে, অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে ত্রাণবাহী কিছু ট্রাক গাজায় প্রবেশ করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল।

একুশে সংবাদ/এসআর

Link copied!