অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগের একটি সূত্র।
শনিবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের স্থানীয় কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, গাজার বিভিন্ন উঁচু ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, ইসরাইলের যুদ্ধবিমান বেসামরিক ভবন লক্ষ্য করেও হামলা চালাচ্ছে। ফলে এত মানুষ হতাহত হয়েছেন। বিমান হামলার তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
গাজার হাসপাতালগুলো আহত ও নিহতের সংখ্যা ভরে গেছে। গাজার স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

এর আগে, হামাসের অতর্কিত হামলায় অন্তত ৪০ জন ইসরায়েলি মারা গেছেন। আর আহত হয়েছেন ৭৫০ জন।
পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, তার দেশ ‘যুদ্ধে লিপ্ত’ হয়ে পড়েছে। অন্যদিকে, ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, তাদের ভূ-খণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসানই এ অঞ্চলে ‘নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তির’ একমাত্র নিশ্চয়তা।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েলকে ‘আত্মরক্ষার জন্য যা প্রয়োজন তা নিশ্চিত করতে কাজ করবে তারা। একই সময়ে দেশটিতে হামাসের হামলার তীব্র নিন্দা করেছেন যুক্তরাজ্য, ইউরোপীয় ইইউনিয়ন (ইইউ) ও ইউক্রেন।
এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, বসতি স্থাপণকারী ও দখলদার সৈন্যদের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরক্ষার অধিকার রয়েছে। ফিলিস্তিনিদের নিরাপত্তা নিয়ে তিনি বাহিনীর সঙ্গে আলাপ করেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আলী হোসেইনি খামেনির এক উপদেষ্টা জানিয়েছেন, ফিলিস্তিনিদের হামলাকে সমর্থন করে দেশটি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও স্পষ্ট করেছে, ‘ফিলিস্তিনি প্রতিরোধের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে তারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, `আমরা ইসরায়েলের পাশে আছি।’ রাশিয়া সরাসরি কিছু না বললেও দুই পক্ষকে সংযত হতে বলেছে।
একুশে সংবাদ/ম.ন.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

