হামাসের রকেট হামলায় ইসরাইলে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৪৫ জন ।শনিবার (৭ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিন সকাল থেকে হাজার হাজার রকেট ছুঁড়ে হামাস। এর মধ্যে দক্ষিণ ইসরাইলের সীমান্ত ভেদ করে হামাসের যোদ্ধারা ইসরাইল ভূখণ্ডে প্রবেশ করে। এ সময় বিভিন্ন ইসরাইলি সামরিক ঘাঁটিতে হামাসের যোদ্ধারা হামলা চালায় বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, দখলদার ইসরাইলি সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার তার জনগণের রয়েছে।
ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে রকেট হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে তিনি বলেন, ‘ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। এতে আমরা জিতব।’
তিনি আরও বলেন, এ ঘটনায় শত্রুদের এমন মূল্য দিতে হবে যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।
দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, সকাল সাড়ে ৬টা থেকে এখন পর্যন্ত ইসরাইলে ২২০০ রকেট ছুড়েছে হামাস। এ ছাড়াও স্থল, আকাশ ও নৌপথে হামাসের সদস্যরা ইসরাইলে প্রবেশ করছেন।
ইসরাইল এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ইসরাইল-ফিলিস্তিনের পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ২৪৭ জন ফিলিস্তিনি, ৩২ জন ইসরাইলি এবং ২ জন বিদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও আছেন।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :