AB Bank
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে টাকা খেয়ে ফেললেন সরকারি কর্মকর্তা, হাসপাতালে নিয়ে....


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৪১ পিএম, ২৫ জুলাই, ২০২৩
ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে টাকা খেয়ে ফেললেন সরকারি কর্মকর্তা, হাসপাতালে নিয়ে....

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম প্রার্থীর কাছে হার বাঁচাতে ব্যালট পেপার ছিবিয়ে খেয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহাদেব মাটি। এবার ঘুষের টাকা চিবিয়ে খেয়ে ফেলার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে।

 

ঘুষ নিতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়তেই সেই টাকা মুখে পুরে চিবিয়ে খাওয়া শুরু করেন ওই সরকারি কর্মকর্তা। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের কাটনি এলাকার।

 

জানা গেছে মধ্যপ্রদেশের রাজস্ব বিভাগে কর্মরত অভিযুক্ত ওই কর্মকর্তার নাম গজেন্দ্র সিং। সোমবার এক ব্যক্তির কাছ থেকে ঘুষ বাবদ ৫ হাজার রুপি নিতে গিয়ে তিনি জব্বলপুরের লোকায়ুক্ত স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট (এসপিই) এর সদস্যদের কাছে হাতেনাতে ধরা পড়েন।

 

এসপিইর সুপারিনটেনডেন্ট অব পুলিশ সঞ্জয় সাহু জানান, চন্দন সিং লোধি নামে রাজ্যটির ভারখেদা গ্রামের এক ব্যক্তি তার জমি সংক্রান্ত কাজ নিয়ে গজেন্দ্র সিংয়ের কাছে আসেন। কিন্তু কাজ করে দেওয়ার পরিবর্তে ওই সরকারি কর্মকর্তা পাঁচ হাজার রুপি দাবি করেন। এরপর ঘটনাটি লোকায়ুক্ত পুলিশকে জানান ওই ব্যক্তি।

 

অভিযুক্ত কর্মকর্তাকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতেন লোকায়ুক্ত পুলিশ। পূর্ব কথামতোই সোমবার বিলহারি হল্কা গ্রামে গজেন্দ্র সিংয়ের ব্যক্তিগত অফিসে গিয়ে তার হাতে ৫০০০ রুপি (বাংলাদেশি টাকায় ৬৫০০টাকা) তুলে দেন ওই ব্যক্তি। এ সময় সেখানে প্রবেশ করে লোকায়ুক্ত পুলিশের সদস্যরা। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে গজেন্দ্র সিং ঘুষ বাবদ নেওয়া অর্থ থেকে ৫০০ রুপির নোটগুলি নিজের মুখে ঢুকিয়ে চিবোতে থাকেন। গজেন্দ্রর এই কাণ্ডকারখানা দেখে সেখানে উপস্থিত এসপিইর সদস্যরা হতবাক হয়ে যান।

 

গজেন্দ্রর মুখ থেকে ওই রুপি বের করার চেষ্টা করলেও পুলিশের সদস্যরা তা করতে ব্যর্থ হন। এরপরই গজেন্দ্রকে এসকর্ট করে স্থানীয় কাটনি হাসপাতালে নিয়ে যান পুলিশ সদস্যরা। পুলিশ সদস্যদের পাশাপাশি হাসপাতালের কর্মীরাও গজেন্দ্রকে তার মুখ থেকে ওই চেবানো নোটটি একটি নির্দিষ্ট পাত্রে ফেলার অনুরোধ জানান। কিন্তু কারো কথার তোয়াক্কা না করেই হাসপাতালের স্ট্রেচারে বসেও অনবরতভাবে ওই নোটটি চিবোতে থাকেন। এক সময় সেটি গিলে ফেলেন। পরে হাসপাতালের কর্মীদের প্রচেষ্টায় বাকি নয়টি ৫০০ রুপির চেবানো মন্ড (pulp) মুখ থেকে বের করা হয়। এরপর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়। আপাতত সুস্থই আছেন অভিযুক্ত গজেন্দ্র।

 

পুলিশের হাতে গ্রেফতার হওয়া, তাকে হাসপাতালে নিয়ে আসা এবং নোট চিবানোর গোটা ঘটনার ভিডিও সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

গজেন্দ্র এর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে তাকে ধরতে সাত সদস্যের একটি টিমও গঠন করে লোকায়ুক্ত পুলিশ। তার অফিস থেকে রুপি এবং আরও বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জানান, ইতোমধ্যে অভিযুক্ত ওই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

একুশে সংবাদ/স/এসএপি

Link copied!