ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে উপজাতি এক যুবকের মুখে বিজেপি কর্মীর প্রস্রাবের ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এর ফলে মধ্যপ্রদেশে শাসকদল বিজেপি চরম অস্বস্তিতে পড়েছে। এবার ক্ষমা চেয়ে ভুক্তভোগী ওই যুবকের পা ধুইয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
বৃহস্পতিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভিডিওতে দেখা যায়, মুখ্যমন্ত্রীর বাসভবনে দশমত রাওয়াত নামে ওই যুবককে ডেকে আনা হয়। আসনে বসিয়ে মুখ্যমন্ত্রী তাঁর পায়ের কাছে হাঁটু গেড়ে বসেন। পা ধুইয়ে দিতে দিতে ক্ষমা চেয়ে নেন। দলিত ওই ব্যক্তি কল্যাণমূলক কাজের সুফল পাচ্ছেন কিনা তা জানতে চান মুখ্যমন্ত্রী। তারপর মুখ্যমন্ত্রী বলেন, আমার কাছে দরিদ্র মানুষ হল ভগবান। জীবসেবা করাই ঈশ্বর সেবা আমার কাছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের মধ্যে ভগবান বিরাজ করেন। দশমতের সঙ্গে যে অমানবিক কাজ হয়েছে, তার জন্য আমি দুঃখিত, বেদনাহত। গরিবদের সম্মান ও সুরক্ষা দেওয়া অত্যন্ত জরুরি।
এর আগে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, রাস্তায় বসে থাকা এক উপজাতি যুবকের মুখের ওপর প্রস্রাব করছেন প্রভাস শুক্লা নামের এক যুবক। এই সময় তাকে সিগারেট ফুঁকতেও দেখা যায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়। একইসঙ্গে ওই যুবককে কঠোর শাস্তি দেওয়ার দাবিও উঠতে থাকে। এরপর অভিযুক্ত প্রভাস শুক্লাকে কঠোর জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়।
এনডিটিভি বলছে, উপজাতি যুবকের মুখে প্রস্রাব করে দেওয়ার ভিডিওটি মধ্যপ্রদেশ রাজ্যে রাজনৈতিক দ্বন্দ্ব উস্কে দিয়েছে। চলতি বছরের শেষের দিকে রাজ্যটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। আর অভিযুক্ত শুক্লা রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে।
রাজ্যের ক্ষমতাসীন এই দলটিকে উপজাতিদের সুরক্ষাসহ তাদের অধিকার রক্ষা না করার অভিযোগ করেছে কংগ্রেস।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :