দক্ষিণ আফ্রিকায় নাইট্রেট অক্সাইড গ্যাস লিক করে ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তারা বলেছেন, বুধবার (৫ জুলাই) জোহানেসবার্গের বোকসবার্গের একটি অনুমোদনহীন বসতিতে এ দুর্ঘটনা ঘটে। এরসঙ্গে ওই এলাকায় অবৈধ সোনার খনির সংশ্লিষ্টতা রয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ সোনার খনিতে প্রায়ই নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহৃত হয়। এটি স্থানীয়ভাবে ঝামা ঝামাস নামে পরিচিত। মূলত পরিত্যক্ত খনির খাদ থেকে চুরি করা মাটি থেকে সোনা আহরণ করতে এটি ব্যবহার করা হয়ে থাকে।
বোকসবার্গের ঘনবসতিপূর্ণ অ্যাঙ্গেলো সান্টে শহরে বিষাক্ত এই গ্যাসের একটি সিলিন্ডার পাওয়া যায়। আর যেখানে গ্যাস লিকের ঘটনা ঘটে- সেই স্থানের ১০০ মিটারের (৩২৮ ফিট) মধ্যে নিহতদের পাওয়া যায়।
জরুরি সেবা কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, কাউকে হাসপাতালে নেওয়া হয়নি।
তবে তারা আশঙ্কা করছে, ওই এলাকা থেকে আরও মরদেহ পাওয়া যেতে পারে।
একুশে সংবাদ/য/এসএপি
আপনার মতামত লিখুন :